From Secretary’s Desk
আলাহাজ
ইদ্রিস আলি মণ্ডল
গ্রাম + পোস্ট - বালতি
থানা - স্বারুপনগর
জেলা - উত্তর ২৪ পরগনা
ফোন - ৯৭৩২৬১৯২২২
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু ‘আলা রাসূলিহিল কারিম,
শিক্ষার গুরুত্ব ও মর্যাদা সর্বজনীন ও সর্বকালীন। কোনো দেশ, সমাজ কিংবা রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে শিক্ষার উপর। ইসলামেও শিক্ষা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার এই মহান গুরুত্ব উপলব্ধি করেই এলাকার কিছু শিক্ষা-অনুরাগী মানুষের সাহায্য ও সহানুভূতিতে গড়ে ওঠে এমন এক প্রতিষ্ঠান, যা সেকাল ও একালের মানুষের হৃদয়জয়ী এবং সর্বকালের স্মরণীয় ও বরণীয় দুই আল্লাহপ্রেমিক—মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা (রহ.) এবং তাঁর খলিফা আল্লামা রুহুল আমীন (রহ.)–এর স্মৃতিবিজড়িত।
ইংরেজি ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা আজ তাঁদেরই স্মৃতি বহন করে এগিয়ে চলেছে। বিগত কয়েক বছর ধরে বাংলার উদারপ্রাণ মানুষের সহযোগিতা, এবং ব্যক্তি জীবনের নানা বাঁধা-বিপত্তিকে উপেক্ষা করে, কেবল প্রখ্যাত পীর-অলীদের রুহানী দোয়ার ভরসায় আমরা এই স্মৃতিসৌধের প্রাঙ্গণে সময় ও শ্রম দিয়ে যাচ্ছি।
বর্তমানে মাদ্রাসায় পরিচালিত হচ্ছে নূরানি, নাজেরা, হিফজ ও হিফজ রিভিশন বিভাগসহ আবাসিক পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম। ছাত্র-শিক্ষকের সংখ্যা ক্রমবর্ধমান। মাদ্রাসার বাৎসরিক ব্যয় প্রায় ২৫ লক্ষ টাকার মতো।
আপনাদের দোয়া ও সহযোগিতায় ইতিমধ্যেই নির্মিত হয়েছে আধুনিক মানের নয়নাভিরাম বিল্ডিং, পর্যাপ্ত টয়লেট, এবং প্রশস্ত ওজুখানা।
সে কারণে দেশের সর্বস্তরের নাগরিক, ছাত্র-অভিভাবক, শিক্ষানুরাগী ও সচেতন মহলের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—এই কল্যাণমূলক কাজে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে রাসুলুল্লাহ (সা.) এবং তাঁর প্রিয় অলীদের প্রকৃত অনুসারী হিসেবে কবুল করে নেন এবং কিয়ামতের ময়দানে তাঁদেরই সান্নিধ্যে স্থান দান করেন—আমীন।
বিনীত খাদেম
মোহা. ইদ্রিস আলী
সেক্রেটারি – বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা ও এতিমখানা

ডিরেক্টর
মাওঃ মোঃ আব্দুল মহিত সানা, গ্রাম + পোষ্ট - নির্মাণ, থানা - স্বরুপনগর, জেলা - উত্তর ২৪ পরগনা, পিন - ৭৪৩২৮৬, ফোন - ৮০০১০৬৩১৯৯,

সভাপতি
আলহাজ্ব হাফেজ মাওঃ মোঃ ইয়াকুব আলি মণ্ডল, গ্রাম + পোষ্ট - বালতি, থানা - স্বরুপনগর, জেলা - উত্তর ২৪ পরগনা, পিন - ৭৪৩২৭৩, ফোন - ৮২৫০০২০১৯৯,

ক্যাশিয়ার
আব্দুস সালাম সরদার, গ্রাম+পোস্ট - বালতি থানা - স্বরূপনগর জেলা - উত্তর ২৪ পরগনা, পিন - ৭৪৩২৭৩, ফোন - ৮৩৪৮৪৪৭৪৯৯

প্রধান শিক্ষক
হাঃ মেহেদী মাসুদ মণ্ডল গ্রাম+পোস্ট - বালতি থানা - স্বরূপনগর জেলা - উত্তর ২৪ পরগনা, পিন - ৭৪৩২৭৩, ফোন - ৭৪৩০৮০৯৭৪৭
Student Details
-
Total Student
100
-
Boys
100
-
Girls
0
-
Total Teacher's
5